৬ দফা দাবিতে সাতরাস্তা অবরোধ কারিগরি শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধ

বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ৬:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
‘কারিগরি ছাত্র আন্দোলন’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীরা কারিগরি শিক্ষা ব্যবস্থার সংকট, অব্যবস্থাপনা ও পেশাগত সুযোগ সংকীর্ণতার প্রতিবাদ জানিয়ে ৬ দফা দাবি উত্থাপন করেছেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে সাতরাস্তা মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং সৃষ্টি হয় তীব্র যানজট।
এর আগে সংগঠনের পক্ষ থেকে ‘দেশব্যাপী বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি’র ঘোষণা দেওয়া হয়, যাতে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
শিক্ষার্থীদের ৬ দফা দাবি:
১. অবৈধ পদোন্নতি বাতিল: জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির হাইকোর্টের রায় বাতিল এবং বিতর্কিত নিয়োগপ্রাপ্তদের চাকরিচ্যুতির দাবি। একই সঙ্গে বিতর্কিত নিয়োগবিধি সংশোধন ও ২০২১ সালে রাতারাতি নিয়োগ পাওয়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল।
২. কারিকুলাম ও ভাষা সংস্কার: উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদি মানসম্মত কারিকুলাম চালু ও ধাপে ধাপে একাডেমিক কার্যক্রম ইংরেজি মাধ্যমে পরিচালনার প্রস্তাব। একই সঙ্গে বয়স নির্বিশেষে ভর্তি বাতিলের দাবি।
৩. নিম্নপদে নিয়োগ বিরোধিতা: উপসহকারী প্রকৌশলী ও সমমানের (১০ম গ্রেড) জন্য নির্ধারিত পদের ক্ষেত্রে ডিপ্লোমা প্রকৌশলীদের বাদ দিয়ে নিম্নপদে নিয়োগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ।
৪. কারিগরি শিক্ষাবহির্ভূত নিয়োগে নিষেধাজ্ঞা: কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত না এমন ব্যক্তিদের কারিগরি সেক্টরের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ নিষিদ্ধ করার দাবি এবং সব শূন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ।
৫. স্বতন্ত্র মন্ত্রণালয় ও সংস্কার কমিশন: স্বতন্ত্র 'কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়' প্রতিষ্ঠা ও 'কারিগরি শিক্ষা সংস্কার কমিশন' গঠনের দাবি।
৬. টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় ও কলেজ কার্যক্রম: উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং নড়াইল, নাটোর, খাগড়াছড়ি ও ঠাকুরগাঁওয়ে নির্মাণাধীন ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর অস্থায়ী ক্যাম্পাস চালু করে শতভাগ আসনে ভর্তি নিশ্চিতকরণ।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে কারিগরি শিক্ষা ব্যবস্থায় বৈষম্য ও দুর্নীতি চলে আসছে। সরকারের নীতিনির্ধারকদের উদাসীনতায় তারা পেশাগতভাবে চরম অনিশ্চয়তায় ভুগছেন। দাবি পূরণ না হলে আন্দোলন আরও কঠোর করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
১১৪ বার পড়া হয়েছে