সর্বশেষ

সারাদেশ

১৭ নারীকে বিয়ে করে বরিশালের বন কর্মকর্তা বরখাস্ত

বরিশাল প্রতিনিধি
বরিশাল প্রতিনিধি

বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ৬:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
১৭ নারীকে বিয়ে ও প্রতারণার অভিযোগে বরিশাল বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. কবির হোসেন পাটোয়ারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে রংপুর রেঞ্জে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, তার স্থলে নতুন দায়িত্ব নিয়েছেন পটুয়াখালীর উপ-বন সংরক্ষক ড. মোহাম্মদ জাহিদুর রহমান মিঞা, যিনি বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালের মধ্যে দায়িত্ব গ্রহণ করবেন।

বরিশাল উপকূলীয় অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে জানান, মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে এ সংক্রান্ত একটি ই-মেইল পেয়েছেন।

অভিযোগে বলা হয়েছে, সরকারি চাকরি, বিদেশে পড়াশোনা, বিমানবালা হিসেবে চাকরি এবং সম্পত্তি দেওয়ার প্রলোভন দেখিয়ে মো. কবির হোসেন পাটোয়ারী ১৪ থেকে ১৭ জন নারীকে বিয়ে বা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করেছেন। ভুক্তভোগী নারী ও তাদের পরিবারের সদস্যরা ১১ সেপ্টেম্বর বরিশালের কাশিপুরে বন সংরক্ষকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন।

এ ঘটনায় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্বপ্রণোদিত হয়ে একটি মামলা করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু। বিচারক মো. সাদিক আহমেদ মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলায় অভিযোগ করা হয়, মুসলিম পারিবারিক আইন অনুযায়ী পূর্ববর্তী স্ত্রী বা স্ত্রীরা জীবিত থাকলে তাদের অনুমতি ছাড়া দ্বিতীয় বা একাধিক বিয়ে করা আইনত অপরাধ। অথচ মো. কবির হোসেন পাটোয়ারী এই আইন লঙ্ঘন করে ধারাবাহিকভাবে একাধিক নারীকে বিয়ে করেছেন এবং প্রতারণা করেছেন।

অভিযুক্ত কর্মকর্তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়, ফলে তার মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন