ঐতিহাসিক রায় : স্বামীরাও নিতে পারবেন স্ত্রীর পদবি

বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ৪:১৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দক্ষিণ আফ্রিকার পুরুষরা এখন থেকে আইনিভাবে স্ত্রীর পদবি গ্রহণ করতে পারবেন—এমনই ঐতিহাসিক রায় দিয়েছে দেশটির সাংবিধানিক আদালত।
বৃহস্পতিবার দেওয়া এই রায়ে আদালত ঘোষণা করেছে, বর্তমান জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন অসাংবিধানিক এবং তা লিঙ্গের ভিত্তিতে বৈষম্যমূলক।
এই রায় আসে দুই দম্পতির দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে। হেনরি ভ্যান ডের মারওয়ে ও আন্ড্রেয়াস নিকোলাস বর্নম্যান নামের দুই ব্যক্তি তাদের স্ত্রীর পদবি ব্যবহার করতে চাইলেও, দক্ষিণ আফ্রিকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের সে অনুমতি দেয়নি। বিষয়টি আদালতের দৃষ্টিগোচর হলে চলতি বছরের ৪ মার্চ শুনানি হয় এবং বৃহস্পতিবার প্রকাশিত রায়ে আদালত স্পষ্ট জানিয়ে দেয়, পুরুষদের স্ত্রীর পদবি ব্যবহারে বাধা দেওয়ার কোনও সাংবিধানিক ভিত্তি নেই।
আদালত রায়ে আরও উল্লেখ করে, স্বামীর পদবি গ্রহণের রীতি মূলত ঔপনিবেশিক আমলের একটি ধারা, যা পুরুষতান্ত্রিক মানসিকতা ও বৈষম্যকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়। এতে নারীদেরকে স্বামীর পরিচয়ের ছায়াতলে রেখে দেখা হতো তাদের অধীনস্ত হিসেবে।
রায়ে বলা হয়েছে, এই আইনটি পরিবর্তন করার জন্য দক্ষিণ আফ্রিকার সংসদকে ২৪ মাস সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে আইন সংশোধন করে একটি নতুন, লিঙ্গ-সমতা নির্ভর কাঠামো গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া, ওই দুই ব্যক্তিকে ক্ষতিপূরণ হিসেবে অর্থ প্রদানের নির্দেশও দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে।
১৩৭ বার পড়া হয়েছে