সর্বশেষ

ফেবু লিখন

মাশুক সাহেব বাধ্য করবেন না!

রেজাউল করিম
রেজাউল করিম

বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ৪:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খন্দকার মাশুক এক সময় আমার অতি ঘনিষ্ঠ ছিলেন এবং আমার বাসায় খুব ঘন ঘনই আসতেন—

তার বাসায়ও আমি যেতাম (চামেলী ভাবি খুব চমৎকার মানুষ যার আপ‍্যায়ন মুগ্ধ হওয়ার মতো), মাশুক সাহেব আমার খুব প্রশংসাও করতেন, আমাকে দেখতে আমার মেহমান হিসেবে ২০০৬ সালে তিনি রাঙামাটি সেনানিবাসে বেড়াতেও গিয়েছিলেন, পেশাগত জীবনে আমি ক্ষতিগ্রস্ত হওয়ার পরে আমার বাসায় খেতে খেতে বলতেন—“তোমার প্রতি অন্যায় হয়েছে, তোমার বাবা ও শ্বশুর বিএনপির ত্যাগী নেতা বলেই তোমার এমন ক্ষতি হয়েছে, তোমার প্রতি যে জুলুম হয়েছে বিএনপি ক্ষমতায় গেলে সবার আগে তোমার জন‍্য কিছু করবো”‍! অথচ সেই তিনিই আমাকে নিয়ে আজ মিথ্যা অপপ্রচার করছেন। মাশুক সাহেবের দুর্দিনে কি করেছি তা স্বয়ং আল্লাহ এবং মাশুকসহ সবাই জানেন।

২০১২ সালে আমার একটি পারিবারিক প্রোগ্রামে এ‍্যানি চৌধুরী, খায়ের ভূঁইয়া, আশ্রাফ উদ্দিন নিজাম, মীর নেওয়াজ, আজম ভাই, খন্দকার মাশুকসহ বিএনপির অনেক নেতা আমার বাসায় এসেছিলেন—তখন আমার পোস্টিং রংপুর সেনানিবাসে। তখন এই মাশুক সাহেব আমার একজন অতি ঘনিষ্ঠ শুভাকাঙ্খী ছিলেন কারন তখন আমি তার প্রতিদ্বন্দ্বী ছিলাম না। আজ যখন একি এলাকাতে আমি একজন মনোনয়ন প্রত্যাশী হয়ে গেলাম তখনই তিনি আমার সম্পর্কে তিনি সরাসরি অপপ্রচার শুরু করলেন যা তার ফেসবুক প্রোফাইল চেক করলেই দেখতে পাবেন।

মাশুক সাহেব হয়ত জানেন না তার ব‍্যক্তিগত জীবনের কত আমলনামা প্রমানসহ আমার কাছে জমা আছে, তিনি হয়ত ভুলে গেছেন তিনি এজিবি কলোনীতে খেয়ে দেয়ে কি অবস্হায় ছিলেন এবং কি অবস্হায় আমি তাকে উদ্ধার করেছি (অবশ্য তখন তার হুস ছিল না), মাশুক সাহেব তার আরেক প্রতিদ্বন্দ্বী আনিসুল হক খোকন তালুকদার কে নিয়ে আওয়ামীলীগ আমলে কি ষড়যন্ত্র করেছিলেন, কার কাছে খোকন কে গুম করার জন‍্য তদ্বীর করেছিলেন সেই তথ্য প্রমান এবং র‌্যাব এর সেই কর্মকর্তা এখনও বেঁচে আছেন সাক্ষী দেয়ার জন্য —তা সব আমার কাছে আছে। তিনি উত্তরার সাহসী ও ত‍্যাগী নেতা এস এম জাহাঙ্গীর কে গ্রেফতার করিয়ে কি ধান্দা করেত চেয়েছিলেন সেই প্রমাণও আমার কাছে আছে।

শুধু তাই নয়, খোকন কে নিয়ে নানা অপপ্রচার চালিয়ে আমার নাম ব্যবহার করে আপনি আমার ও খোকনের মধ্যে বিবাদ সৃষ্টি করার চেষ্টা করেছেন অথচ আপনি আমাদের দুজনেরই বড় ভাই যেখানে আপনার উচিত ছিল আমাদের কে সঠিক পথে গাইড করা, আপনি তা না করে উল্টা নোংরামিতে লিপ্ত হচ্ছেন যা আপনার মতো একজন সিনিয়র নেতার কাছ থেকে কাম‍্য নয়।

মাশুক সাহেব আমাকে বাধ‍্য করবেন না আপনার আমল নামা প্রকাশ করতে। আপনার পেশা রাজনীতি, আয়ের মাধ্যম রাজনীতি —-সুতরাং রাজনীতি শেষ মানে আপনার জন‍্য আর কি অপশন থাকে তা ভাবুন।

আমার পেশা রাজনীতি নয়, রাজনীতি আমার আদর্শিক ও সেবামুলক কাজের মাধ্যম, আর আমার নির্দিষ্ট একটি পেশার বাইরেও আমি অনেকগুলো বিষয়ে পারদর্শী এবং চাকরি ও ব‍্যবসা—দুটোর জগতেই আমার মার্কেট ডিমান্ড আছে।

আমি আল্লাহর সাহায‍্য ছাড়া আর কারো সাহায্যের মুখাপেক্ষী নই কারন তার সাহায্যই আমার জন‍্য যথেষ্ঠ।

আমি আনিসুল হক তালুকদার খোকন কেও বলবো, যদি নিজেকে যোগ্য ভাবুন তাহলে ভয় না পেয়ে সামনে এগিয়ে যান—আপনার ভালো কাজে আমাকে পাশে পাবেন।

তারুণ্যের অহংকার ও আমাদের প্রিয় অভিভাবক তারেক রহমানের প্রতি আস্থা রেখে ও দলের প্রতি আনুগত্য রেখে শৃঙ্খলা বজায় রাখুন। আমরা সবাই বিএনপি করি তাই পারস্পরিক কাদা ছোঁড়াছু্ঁড়ি না করে দলকে সামনে নিয়ে যাওয়ার জন‍্য দলের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসুন ।


লেখক: গবেষক ও বিশ্লেষক

(লেখাটি লেখকের ফেসবুক থেকে সংগ্রহ করা হয়েছে)

১৬৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
ফেবু লিখন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন