সর্বশেষ

সারাদেশ

পূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি শুরু, প্রথম দিনেই গেল ৩৭.৪৬ মেট্রিক টন

শেখ ফারহান‌ সাদাফ, বেনাপোল
শেখ ফারহান‌ সাদাফ, বেনাপোল

বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ২:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির প্রথম চালান রপ্তানি হয়েছে।

 মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ১১টা ৩০ মিনিটে বেনাপোল স্থলবন্দর দিয়ে সাতটি ট্রাকে মোট ৩৭ দশমিক ৪৬ মেট্রিকটন ইলিশ ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে।


বেনাপোল বন্দর পরিচালক শমীম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রপ্তানিকৃত ইলিশ মাছ ভারতীয় আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর কাছে পৌঁছে দেওয়া হয়েছে।


বন্দর সূত্রে জানা গেছে, কলকাতার পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠান—ন্যশনাল ট্রেডিং, এফএনএস ফিশ, জয় শান্তসী, মা ইন্টারন্যাশনাল ও আর জে ইন্টারন্যাশনাল—এই চালান আমদানি করেছে। অন্যদিকে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি করেছে সততা ফিশ, স্বর্ণালি এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, বিশ্বাস এন্টারপ্রাইজ ও লাকী ট্রেডিং নামক প্রতিষ্ঠানগুলো।


উল্লেখ্য, দুর্গাপূজাকে কেন্দ্র করে বাংলাদেশ সরকার চলতি বছর ভারতে মোট ১,২০০ মেট্রিকটন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় ৩৭টি প্রতিষ্ঠানকে এই অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে একটি প্রতিষ্ঠানকে ৫০ টন, ২৫টি প্রতিষ্ঠানকে ৩০ টন করে মোট ৭৫০ টন, ৯টি প্রতিষ্ঠানকে ৪০ টন করে ৩৬০ টন এবং দুটি প্রতিষ্ঠানকে ২০ টন করে মোট ৪০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে।


বেনাপোল মৎস্য কোয়ারেন্টিন কর্মকর্তা সজীব সাহা জানান, অনুমোদন পাওয়া ইলিশ রপ্তানি কার্যক্রম আগামী ৫ অক্টোবরের মধ্যে সম্পন্ন করতে হবে। প্রতিকেজি ইলিশের রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে ১২ দশমিক ৫ মার্কিন ডলার।

 

তিনি আরও জানান, বেনাপোল বন্দরের মাধ্যমে ইলিশ বোঝাই ‘কাবাব ভ্যান’ ইতোমধ্যে ভারতে প্রবেশ করেছে এবং পুরো প্রক্রিয়া মৎস্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হচ্ছে।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন