ভাসানী বিশ্ববিদ্যালয়ে মাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ১:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (মাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য দেন অপরাধতত্ত্ব ও পুলিশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আক্তারুজ্জামান সাজু, পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী কাশিফ আহমাদসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মাকসু নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে আসলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। একটি নামমাত্র কমিটি গঠনের পরও এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করা হয়নি।
তারা আরও বলেন, “আমাদের মূল দাবি হলো— গঠনতন্ত্র প্রণয়ন, নির্বাচনী রোডম্যাপ প্রকাশ এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। কিন্তু বারবার দাবির পরও প্রশাসন অনাগ্রহ দেখাচ্ছে। ফলে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমরা আজ মানববন্ধন করতে বাধ্য হয়েছি।”
শিক্ষার্থীরা জানান, পরবর্তী পদক্ষেপ হিসেবে ঐতিহাসিক দরবার হলে একটি ছাত্র সম্মেলন আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।
১১০ বার পড়া হয়েছে