সর্বশেষ

সারাদেশ

নওগাঁয় ৮০ লাখ টাকার প্রাচীন কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২

মামুনুর রশীদ বাবু. নওগাঁ
মামুনুর রশীদ বাবু. নওগাঁ

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ১২:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
নওগাঁর ধামইরহাটে কষ্টি পাথরের একটি প্রাচীন দেবী পার্বতীর মূর্তিসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প।

উদ্ধার হওয়া মূর্তিটির আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ লাখ টাকা।

গ্রেপ্তারকৃতরা হলেন—ধামইরহাট উপজেলার জয়জয়পুর এলাকার মৃত ছয়েফ উদ্দিন মণ্ডলের ছেলে মামদুল ইসলাম (৪৫) এবং দুর্গাপুর এলাকার ময়েন উদ্দিন মণ্ডলের ছেলে তরিকুল ইসলাম (৩৫)।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ এই তথ্য নিশ্চিত করে।

এর আগে সোমবার ধামইরহাট উপজেলার বেনিদুয়ার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৪.৫ ইঞ্চি উচ্চতার ও ২৫.১ কেজি ওজনের একটি কালো কষ্টি পাথরের পার্বতী মূর্তি জব্দ করা হয়।


র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা একটি সংগঠিত পাচার চক্রের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন স্থান থেকে প্রাচীন ও মূল্যবান মূর্তি সংগ্রহ করে পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে আসছিল।

অভিযান পরিচালনার সময় পাচারের প্রস্তুতির মুহূর্তে তাদের গ্রেপ্তার করা হয়।

পরে উদ্ধার হওয়া মূর্তি এবং আটক দু’জনকে ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে প্রাচীন নিদর্শন সংরক্ষণ আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে।

১৯২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন