সর্বশেষ

জাতীয়

বনানীতে সাবেক ব্যাংকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ১১:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর বনানী এলাকা থেকে একজন সাবেক ব্যাংকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির নাম মাসুদ দ্বীপ (৪০), তিনি চট্টগ্রামের চকবাজার থানার পাসলাইশ এলাকার বাসিন্দা।

সোমবার (১৫ সেপ্টেম্বর) গভীর রাতে রাত দেড়টার দিকে খবর পেয়ে বনানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। বনানীর ৫ নম্বর রোড, এফ ব্লক, ৯৮ নম্বর বাসায় গিয়ে পুলিশ দেখেন মাসুদ দ্বীপ ফ্যানের সঙ্গে নাইলন রশি পেঁচিয়ে ঝুলে আছেন। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তারেক হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে হতাশার কারণে আত্মহত্যা করেছেন।

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, মাসুদ দ্বীপ এক সময় একটি বেসরকারি ব্যাংকের ক্রেডিট সেকশনে কর্মরত ছিলেন। গত বছর তার চাকরি চলে গেলে তিনি মানসিক ও আর্থিক সংকটে পড়েন। পরবর্তীতে স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয় এবং বর্তমানে তার নয় বছরের এক পুত্র সন্তান রয়েছে। পরিবারের দাবি, চাকরি হারানো, একাকিত্ব এবং আর্থিক দুরবস্থা থেকে তিনি হতাশ হয়ে এই চরম সিদ্ধান্ত নিয়েছেন।

পুলিশ এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।

১৫৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন