সর্বশেষ

রাজনীতি

বিসিএস পরীক্ষার স্বার্থে কর্মসূচির সময় পরিবর্তন জামায়াতের

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার কথা মাথায় রেখে পূর্বঘোষিত কর্মসূচির সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

পরীক্ষার স্বার্থে উক্ত দুইদিন সকালে কোনো ধরনের বিক্ষোভ কর্মসূচি না চালানোর সিদ্ধান্ত নিয়েছে দলটি।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ এই সিদ্ধান্তের কথা জানায়। এতে বলা হয়, ৫ দফা দাবিতে দলটি ১৮, ১৯ ও ২৬ সেপ্টেম্বর ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছিল। তবে বিসিএস পরীক্ষার সময় বিবেচনায় এনে ১৮ ও ১৯ সেপ্টেম্বর সকালবেলা কর্মসূচি স্থগিত করে বিকেলে তা পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিসিএস পরীক্ষার পরিবেশ যাতে বিঘ্নিত না হয়, সেজন্য দলটি ‘দায়িত্বশীল অবস্থান’ গ্রহণ করেছে। সারাদেশের শাখাগুলোকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে পরীক্ষার সময় সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে কোনো কর্মসূচি না রাখা হয়।

প্রসঙ্গত, ১৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ নিচ্ছেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন