সর্বশেষ

সারাদেশ

বাগেরহাটে আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন অফিস ঘেরাও

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট প্রতিনিধি

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ৬:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসন পুনর্বহালের দাবিতে জেলা নির্বাচন অফিস ঘেরাও করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা।

পাশাপাশি এ দাবিতে সুপ্রিম কোর্টে দুটি রিট আবেদনও দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে জেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে জড়ো হন এবং প্রধান ফটক ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। এতে সকাল থেকে নির্বাচন অফিসে কোনো কর্মকর্তা-কর্মচারীকে প্রবেশ করতে দেখা যায়নি।

সর্বদলীয় সম্মিলিত কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই ঘেরাও কর্মসূচি দুপুর পর্যন্ত চলবে এবং একই ধরনের কর্মসূচি আগামীকাল (বুধবার) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পালন করা হবে।

এর আগে, সোমবার (১৫ সেপ্টেম্বর) বাগেরহাটের চারটি আসন পুনরায় বহালের দাবিতে সুপ্রিম কোর্টে দুটি পৃথক রিট পিটিশন দায়ের করা হয়। একটি রিট দায়ের করেন বাগেরহাট প্রেসক্লাব ও জেলা আইনজীবী সমিতির পক্ষে ব্যারিস্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেন। অপরটি করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুজিবর রহমান শামীমের পক্ষে আইনজীবী মোহাম্মদ আক্তার রসুল। রিটে সরকার, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব ও অ্যাটর্নি জেনারেলকে বিবাদী করা হয়েছে।

জেলা বিএনপির সাবেক সভাপতি ও সর্বদলীয় সম্মিলিত কমিটির কো-কনভেনর এম এ সালাম বলেন,“সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা এবং ব্যবসায়ী সমাজের স্বার্থের কথা বিবেচনায় রেখে আমরা হরতালের কর্মসূচি প্রত্যাহার করেছি। তবে শান্তিপূর্ণভাবে নির্বাচন অফিস ঘেরাও করছি।”

 

জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব শেখ মোহাম্মাদ ইউনুস জানান, “দুটি রিট ইতোমধ্যে দায়ের হয়েছে। আরও রিটের প্রস্তুতি চলছে। আমরা আশা করি, আদালত থেকে ন্যায়বিচার পাব।”

 

প্রসঙ্গত, গত ৩০ জুলাই নির্বাচন কমিশন প্রাথমিকভাবে বাগেরহাটের চারটি সংসদীয় আসনের মধ্যে একটি বাদ দিয়ে তিনটি রাখার প্রস্তাব দেয়। এর প্রতিবাদে জেলা জুড়ে বিক্ষোভ শুরু হয়। নেতাকর্মীরা নির্বাচন কমিশনের শুনানিতেও অংশ নেন। তবে ৪ সেপ্টেম্বর প্রকাশিত চূড়ান্ত গেজেটে শুধুমাত্র আসন সীমানা পরিবর্তন করে তিনটি আসনই বহাল রাখা হয়। সর্বদলীয় নেতাদের অভিযোগ, এই সিদ্ধান্তে সাধারণ মানুষের মতামতকে উপেক্ষা করা হয়েছে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন