নেতানিয়াহুর বাসভবনের সামনে জিম্মিদের পরিবারের বিক্ষোভ

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ৪:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জেরুজালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন হামাসের হাতে গাজায় জিম্মি থাকা ব্যক্তিদের পরিবার ও তাদের সমর্থকরা।
তারা অভিযোগ করছেন, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান তাদের প্রিয়জনদের জীবন আরও ঝুঁকির মুখে ফেলছে।
‘হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিস ফোরাম’ এক বিবৃতিতে জানায়, গাজা সিটিতে বড় ধরনের সামরিক অভিযান চালানো হলে সেখানকার জীবিত জিম্মিদের মৃত্যু ঝুঁকি বাড়বে। তাদের দাবি, নেতানিয়াহু রাজনৈতিক স্বার্থে জিম্মিদের জীবন বিপন্ন করছেন এবং সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থার মতামত উপেক্ষা করছেন।
এদিকে সোমবার জেরুজালেমে যুক্তরাষ্ট্রের সিনেটর মার্কো রুবিওর সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, “হামাস যেখানেই থাকবে, ইসরায়েলের হামলা সেখানেই চলবে।”
রুবিও গাজায় সাম্প্রতিক অভিযানে যুক্তরাষ্ট্রের উদ্বেগ প্রকাশ করে বলেন, এটি যুদ্ধবিরতির প্রচেষ্টায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
নেতানিয়াহু সমালোচকদের প্রতি ইঙ্গিত করে বলেন, “অনেকে ইসরায়েলের সমালোচনা করলেও, তারা দ্বিমুখী নীতিতে চলেছে। সন্ত্রাস মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একসঙ্গে কাজ করবে।”
১১৯ বার পড়া হয়েছে