সর্বশেষ

সারাদেশ

র‍্যাব ও পিবিআই হেফাজতে দুই আসামির মৃত্যু

সিলেট প্রতিনিধি
সিলেট প্রতিনিধি

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ৪:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিলেট ও মৌলভীবাজারে র‍্যাব ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর হেফাজতে দুই আসামির মৃত্যুর ঘটনা ঘটেছে। উভয় ক্ষেত্রেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, তারা আত্মহত্যা করেছেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) সিলেটে র‍্যাব-৯ এর হেফাজতে তানভীর চৌধুরী নামে এক আসামির মৃত্যু হয়। তিনি নওগাঁ জেলার একটি হত্যা মামলার আসামি ছিলেন এবং গাজীপুরের বাসিন্দা। র‍্যাব জানায়, সিলেটের জৈন্তাপুর থেকে গ্রেফতারের পর তানভীর কম্বল গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন। বিষয়টি সোমবার (১৫ সেপ্টেম্বর) নিশ্চিত করেন র‍্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা এএসপি কেএম শহিদুল ইসলাম।

অপরদিকে, সোমবার ভোরে মৌলভীবাজারে পিবিআই কার্যালয়ের হাজতখানায় মো. মকদ্দোছ মিয়া (৩৫) নামের এক আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তিনি কমলগঞ্জের একটি হত্যা মামলায় আত্মসমর্পণ করেছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর হাজতে রাখা হলে ভোরে লুঙ্গি দিয়ে আত্মহত্যা করেন বলে দাবি করা হয়।

দুই ঘটনাই নিয়ে প্রশ্ন উঠছে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে আসামিদের নিরাপত্তা নিয়ে।

১৬৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন