সর্বশেষ

আন্তর্জাতিক

ইসরায়েল কাতারে আর হামলা চালাবে না: ট্রাম্প

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ৩:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কাতারে আর কোনো হামলার নির্দেশ দেবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন তিনি।

ট্রাম্প বলেন, "নেতানিয়াহু কাতারে হামলার নির্দেশ আর দেবেন না। কাতার আমাদের খুব ভালো মিত্র। অনেকেই তা জানেন না, কিন্তু আমি জানি যে তিনি (নেতানিয়াহু) ভবিষ্যতে কাতারের সঙ্গে মিলেমিশে চলবেন।"

উল্লেখ্য, কাতার বর্তমানে গাজা নিয়ন্ত্রণকারী হামাস এবং ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত নিরসনে অন্যতম মধ্যস্থতাকারী দেশ হিসেবে ভূমিকা রাখছে।

গত ৮ সেপ্টেম্বর দোহায় হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে একটি অ্যাপার্টমেন্ট ভবনে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। মাত্র ১৫ মিনিট স্থায়ী এই হামলায় হামাসের সঙ্গে সংশ্লিষ্ট পাঁচজনসহ মোট ছয়জন নিহত হন। তবে হামাসের বর্তমান শীর্ষ নির্বাহী খলিল আল হায়া এবং গোষ্ঠীর অন্যান্য শীর্ষ নেতারা অল্পের জন্য প্রাণে রক্ষা পান।

এই হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেক দেশই ইসরায়েলের এ ধরনের আক্রমণের নিন্দা জানিয়েছে।

৯ সেপ্টেম্বর এক ব্রিফিংয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট দাবি করেন, কাতারকে আগেই সম্ভাব্য হামলার ব্যাপারে সতর্ক করা হয়েছিল। তিনি জানান, নেতানিয়াহু হামলার আগেই বিষয়টি প্রেসিডেন্ট ট্রাম্পকে অবহিত করেছিলেন, এবং ট্রাম্প নিজে দোহাকে সতর্কবার্তা পাঠান স্টিফ উইটকফের মাধ্যমে। পাশাপাশি কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি থেকেও সতর্কতা জারি করা হয়।

তবে পরে এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “না, তারা আমাকে আগে কিছু জানায়নি। আপনি যেভাবে হামলার খবর পেয়েছেন, আমিও ঠিক সেভাবেই জেনেছি।”

ট্রাম্পের এই বক্তব্য হোয়াইট হাউসের আগের দাবি ও ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমন্বয় নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন