সারা দেশে বৃষ্টি, কোথাও ভারি বর্ষণের সম্ভাবনা

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ২:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী পাঁচদিনের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণও হতে পারে।
আবহাওয়া অফিস জানায়, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। এতে তাপমাত্রা কিছুটা কমতে পারে।
পরবর্তী দিনগুলোতে বৃষ্টির ধারা কিছুটা পরিবর্তন হতে পারে।
বুধবার (১৭ সেপ্টেম্বর): রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং অন্যান্য বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দিন তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর): রংপুর ও রাজশাহী বিভাগে বৃষ্টির প্রবণতা থাকবে বেশি, অন্যান্য বিভাগে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর): দেশের কিছু কিছু জায়গায় বৃষ্টি হলেও তার প্রবণতা কমতে পারে। তবে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনা থাকবে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে, বিশেষ করে যেসব এলাকায় ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে সেখানে জলাবদ্ধতা বা নদী-উজানের পানির প্রবাহে দুর্ভোগ দেখা দিতে পারে।
১০৬ বার পড়া হয়েছে