সর্বশেষ

সারাদেশ

‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৫’ পেলেন উসাই মং মার্মা

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ৫:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড এবং তরুণ সমাজের জন্য অনুপ্রেরণামূলক অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৫’ অর্জন করেছেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ধুংরী হেডম্যানপাড়ার তরুণ সমাজকর্মী উসাই মং মার্মা ওরফে ছোট।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সরকারের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস উসাই মং মার্মার হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কারটি তুলে দেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম।

এ বছর ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পাঁচটি ক্যাটাগরিতে দেশের ১২ জন উদীয়মান তরুণকে প্রদান করা হয়। এর মধ্যে ক্রীড়া, কলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের জন্য উসাই মং মার্মা পুরস্কার অর্জন করেন।


পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় উসাই মং মার্মা বলেন,

“এই অর্জন শুধু আমার নয়, এটি আমাদের পুরো পার্বত্য অঞ্চলের তরুণদের সম্মান ও অনুপ্রেরণা। ভবিষ্যতেও আমি দেশ ও সমাজের উন্নয়নে কাজ করে যেতে চাই।”
পুরস্কারপ্রাপ্তির খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উসাই মং মার্মাকে অভিনন্দন ও শুভেচ্ছায় ভাসিয়ে দেন।

উল্লেখ্য, উসাই মং মার্মা দীর্ঘদিন ধরে নিজ এলাকায় স্বেচ্ছাসেবামূলক কাজ, সাংস্কৃতিক উন্নয়ন ও ক্রীড়াক্ষেত্রে তরুণদের সম্পৃক্ত করতে বিভিন্ন উদ্যোগ নিয়ে আসছেন।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন