সর্বশেষ

সারাদেশ

মানবেন্দ্র নারায়ণ লারমার জন্মবার্ষিকীতে মাটিরাঙায় আলোচনা সভা

আল-মামুন, খাগড়াছড়ি
আল-মামুন, খাগড়াছড়ি

সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পার্বত্য চট্টগ্রামের কিংবদন্তি নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙায় এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে মাটিরাঙা চৌধুরী কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) মাটিরাঙা থানা কমিটির সভাপতি অমর সিং চাকমা এবং সঞ্চালনায় ছিলেন পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) মাটিরাঙা থানা কমিটির সভাপতি সুনীল ত্রিপুরা।


প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেএসএস কেন্দ্রীয় কমিটির সদস্য আরাধ্য পাল খীসা। তিনি বলেন,

“মানবেন্দ্র নারায়ণ লারমা ছিলেন পাহাড়ের চেতনা। তিনি শুধু রাজনৈতিক নেতা নন, ছিলেন শান্তির অগ্রদূত। যদি তিনি বেঁচে থাকতেন, তবে আজ পাহাড়ের চিত্র ভিন্ন হতো। ষড়যন্ত্রকারীদের গুলিতে প্রাণ হারালেও, তাঁর আদর্শ আমাদের পথ দেখায়।”
তিনি আরও বলেন, মানবেন্দ্র লারমা শিক্ষা, শান্তি ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন। তিনি চেয়েছিলেন জুম্ম জনগোষ্ঠী তাদের ন্যায্য অধিকার নিয়ে মাথা উঁচু করে বাঁচবে।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেএসএস মাটিরাঙা থানা কমিটির সাধারণ সম্পাদক দীপু চাকমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

জেএসএস খাগড়াছড়ি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক প্রত্যয় চাকমা (জুকি)
রামগড় থানা কমিটির সভাপতি হরি সাধন বৈষ্ণব
সাবেক পিসিপি কেন্দ্রীয় সভাপতি রাজ্যময় চাকমা
পিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নিশান চাকমা
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অরবিন চাকমা প্রমুখ।
এই আলোচনা সভাটি যৌথভাবে আয়োজন করে জেএসএস-এর মাটিরাঙা, মানিকছড়ি, রামগড়, লক্ষ্মীছড়ি ও গুইমারা থানা কমিটি।


বক্তারা মানবেন্দ্র নারায়ণ লারমাকে “জুম্ম জাতির আলোর দিশারী”, “চেতনার অগ্রদূত” এবং “মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা” হিসেবে স্মরণ করেন।

১৫৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন