সাতক্ষীরায় শীর্ষ মাদক ব্যবসায়ী আনজুয়ারা দুই সহযোগীসহ গ্রেপ্তার

সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ১০:২৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী আনজুয়ারা বেগম (৪৬) ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শহরের গড়েরকান্দা এলাকায় আনজুয়ারার বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—সাতক্ষীরা শহরের গড়েরকান্দা এলাকার শামছুল আলমের স্ত্রী আনজুয়ারা বেগম, একই এলাকার আব্দুল হাকিমের ছেলে মো. অসিফ (১৪) এবং বাটকেখালী এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে আব্দুর রহিম (৩৫)।
অভিযানকালে আনজুয়ারার বাড়ি থেকে ২৬ পিস ইয়াবা, নগদ এক লাখ ৩৪ হাজার ১৬০ টাকা, তিনটি অ্যান্ড্রয়েড ও পাঁচটি বাটন ফোন, তিনটি চাপাতি, দুটি কুড়াল, একটি ছুরি, সাতটি চাকু ও একটি লাঠি উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর সদস্যরা প্রায় দুই ঘণ্টা ধরে ওই বাড়িতে অভিযান চালান। অভিযানে নেতৃত্ব দেন সাতক্ষীরা সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নাহিদ। তিনি জানান, আনজুয়ারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক চক্রের নেতৃত্ব দিয়ে আসছেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
অভিযান শেষে আটক তিনজনকে উদ্ধারকৃত মালামালসহ সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
১১৭ বার পড়া হয়েছে