সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে দ্বিতীয় দিনের মতো মহাসড়ক ও রেলপথ অবরোধ

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর প্রতিনিধি

সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নির্বাচনী আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় দ্বিতীয় দিনের মতো চলছে সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি।

আজ সোমবার সকাল থেকেই আন্দোলনকারীরা মহাসড়কের পাশে অবস্থান নিলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাঁরা ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কের দুটি গুরুত্বপূর্ণ স্থানে সরাসরি অবরোধ শুরু করেন, ফলে উভয় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

চলমান আন্দোলনের অংশ হিসেবে সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি ছিল, তবে বেলা ১১টার দিকে অবরোধকারীরা ভাঙ্গার দক্ষিণ পাড় এবং আলগী ইউনিয়নের ছোঁয়াদী এলাকায় দুইটি স্থানে মহাসড়ক অবরোধ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে আলগী ইউনিয়নের সোয়াদী থেকে শত শত মানুষ মিছিল নিয়ে রওনা দেন। মিছিলটি ঢাকা-খুলনা মহাসড়ক ধরে মনসুরাবাদ বাসস্ট্যান্ড অতিক্রম করে হাজরাহাটি এলাকায় গিয়ে পৌঁছায়।

অবরোধে অংশ নেওয়া আবদুল লতিফ মিয়া নামের এক আন্দোলনকারী বলেন, “আমাদের দাবি একটাই—আমরা ভাঙ্গাতে ছিলাম, ভাঙ্গায় থাকব, ভাঙ্গায় ভোট দেব।”

গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন দেশের ৩০০টি সংসদীয় আসনের সীমানা নির্ধারণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ করে। এতে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়। এই সীমানা পুনর্বিন্যাসের বিরোধিতা করে স্থানীয় বাসিন্দারা লাগাতার কর্মসূচি পালন করে আসছেন।

এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার থেকে তিন দিনের সকাল-সন্ধ্যা সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি শুরু হয়, যা আজ দ্বিতীয় দিনে গড়িয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, “আমরা সকাল থেকেই চেষ্টা করেছি যাতে জনগণের ভোগান্তি না হয়। তবে আন্দোলনকারীরা বেলা ১১টার দিকে দুটি মহাসড়ক অবরোধ করেন, যার ফলে যান চলাচলে বিঘ্ন ঘটে।”

সকালে মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়। শুরুতে আন্দোলনকারীরা মানববন্ধন ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে অংশ নিলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষোভে উত্তেজনা বাড়তে থাকে।

চলমান এই অবরোধে ভাঙছে সাধারণ মানুষের স্বাভাবিক যাতায়াত ও পণ্য পরিবহনের ধারাবাহিকতা। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। তবে প্রশাসনের পক্ষ থেকে সংলাপ ও সমঝোতার কোনো ইঙ্গিত এখনও মেলেনি।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন