সর্বশেষ

জাতীয়

সরকারি চাকরিজীবীদের পে-স্কেল নির্ধারণে প্রধান উপদেষ্টার নতুন নির্দেশনা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য সময়োপযোগী ও বাস্তবসম্মত একটি বেতন কাঠামো প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় জাতীয় বেতন কমিশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, শুধু বেতন বাড়ালেই হবে না, কর্মীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করাও জরুরি। "অনেক সময় দেখা যায়, একবার অসুস্থ হলে পুরো জীবন সঞ্চয় শেষ হয়ে যায়। স্বাস্থ্যবিমা থাকলে পরিবার নিরাপদে থাকে। এমন ব্যবস্থা আমাদের প্রতিবেশী দেশগুলোতেও রয়েছে।"

জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান, সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান জানান, বেতন কাঠামো তৈরির জন্য ছয় মাস সময় নির্ধারণ করা হলেও তার আগেই চূড়ান্ত প্রস্তাবনা জমা দেওয়া সম্ভব হবে।

তিনি বলেন, "গত এক দশকে জিডিপি ও মূল্যস্ফীতি বেড়েছে, কিন্তু সেই অনুপাতে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি। আমরা একটি যুগোপযোগী বেতন কাঠামোর পাশাপাশি বিশেষায়িত পেশার জন্য আলাদা কাঠামো, আয়কর বিবেচনায় বেতন নির্ধারণ, বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াত ও অন্যান্য ভাতার যৌক্তিক হিসাব, মূল্যস্ফীতির সঙ্গে বেতনের সামঞ্জস্য, অবসর সুবিধা ও পেনশনসহ নানা বিষয় বিবেচনায় কাজ করছি।"

তিনি আরও জানান, বেতন গ্রেড ও ইনক্রিমেন্টে বিদ্যমান অসঙ্গতি দূর করে, টেলিফোন, গাড়ি, মোবাইল ফোন ও রেশন সুবিধার যৌক্তিকায়ন এবং কাজের মান অনুযায়ী বেতন কাঠামো তৈরি করা হবে।

কমিশনের কাজ ইতোমধ্যে পুরোদমে শুরু হয়েছে বলেও জানান চেয়ারম্যান।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন