সর্বশেষ

অর্থনীতি

চট্টগ্রাম বন্দরে নতুন মাশুল কার্যকর আজ থেকে

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ৮:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রাম বন্দরের নতুন মাশুল নির্ধারণ করে একটি গেজেট প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

রোববার (১৪ সেপ্টেম্বর) বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ গেজেট প্রকাশ করা হয়। আগামীকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে নতুন এই মাশুল কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বন্দর এলাকায় প্রতি গ্রস টনের (GT) জন্য প্রবেশ মাশুল নির্ধারণ করা হয়েছে ০.৩০৬ ডলার। পোর্ট লিমিটের মধ্যে লাইটার ও ট্যাংকার ভ্যাসেলের জন্য ভ্যাসেল ওয়ার্কিং চার্জ ধরা হয়েছে প্রতি গ্রস টনে ০.০১৭ ডলার।

বিশেষ চার্জ:
ডেঞ্জারাস গুডস বহনকারী জাহাজের ক্ষেত্রে মূল চার্জের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ, ডেড ভ্যাসেলের জন্য ৫০ শতাংশ, লাইটারেজ ও ওভারস্টে ক্ষেত্রে ৫০ ও ৫ শতাংশ হারে অতিরিক্ত মাশুল ধার্য করা হয়েছে।

পাইলটিং ও মুভমেন্ট চার্জ:
জাহাজপ্রবেশ ও মুভমেন্ট বাবদ সর্বনিম্ন পাইলটিং চার্জ নির্ধারণ করা হয়েছে ৮০০ ডলার। ১০ হাজার গ্রস টনের ওপরে ভ্যাসেলের জন্য অতিরিক্ত ০.০৮ ডলার প্রতি GT চার্জ যোগ হবে। ব্রেকিং জার্নি, ডেড ভ্যাসেল ও প্রবেশ বাতিলের ক্ষেত্রেও ৫০ শতাংশ হারে অতিরিক্ত চার্জ ও ২০০ ডলার ফি ধার্য হয়েছে।

টাগ চার্জ:
ভ্যাসেল মুভমেন্টে টাগ ব্যবহারের জন্য গ্রস টন অনুসারে কর্ণফুলী নদীর ভেতরে এবং বাইরে বিভিন্ন মাত্রায় চার্জ নির্ধারণ করা হয়েছে। উদাহরণস্বরূপ, ২০০–৫০০০ GT ভ্যাসেলের জন্য কর্ণফুলীর মধ্যে ৬১৫ ডলার ও বাইরের জন্য ১২৩০ ডলার নির্ধারণ করা হয়েছে। বড় ভ্যাসেলের জন্য এই চার্জ সর্বোচ্চ ৬৮৩০ ডলার পর্যন্ত হতে পারে।

বার্থিং চার্জ:
জাহাজ বার্থিংয়ের জন্য প্রতি GT প্রতি ঘণ্টায় ০.০০৪ ডলার, আনবার্থিং চার্জ ৯৪.৩২ ডলার। সমুদ্রগামী জাহাজের দৈনিক মাশুল ২২৪.৮৫ ডলার এবং অভ্যন্তরীণ জাহাজের জন্য ২২.৪৯ ডলার নির্ধারিত হয়েছে। নির্ধারিত সময় পেরিয়ে গেলে বাড়তি চার্জের হার ৯০০ শতাংশ পর্যন্ত হতে পারে।

পানি সরবরাহ চার্জ:
প্রধান লাইনের মাধ্যমে পানি সরবরাহে প্রতি ১০০০ লিটারের জন্য ২.৯২ ডলার, লরির মাধ্যমে সরবরাহে সর্বোচ্চ ৮.২৩ ডলার এবং ওয়াটার বোটে সরবরাহে সর্বোচ্চ ২৪.৯৬ ডলার পর্যন্ত চার্জ নির্ধারিত হয়েছে।

বর্জ্য ব্যবস্থাপনা ও ক্রেন চার্জ:

ওয়েস্ট হ্যান্ডলিংয়ের জন্য কর্ণফুলীর মধ্যে ২৪৫৬.৯৯ ডলার এবং বাইরের জন্য ৪০৬৩.১৫ ডলার ধার্য হয়েছে। ক্রেন ব্যবহারের জন্য পণ্যভর্তি কন্টেইনারের উপর ২০.৮০ থেকে ৩৫.১০ ডলার এবং খালি কন্টেইনারের উপর ১০.৪০ থেকে ১৭.৫৫ ডলার পর্যন্ত চার্জ নির্ধারণ করা হয়েছে। এছাড়া জেটি ক্রেন ও হ্যাজ কভারের জন্যও নির্ধারিত চার্জ আরোপ করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দর পরিচালনায় স্বচ্ছতা, দক্ষতা ও আন্তর্জাতিক মান বজায় রাখার লক্ষ্যে এই নতুন মাশুল কাঠামো চালু করা হয়েছে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন