সাতক্ষীরায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত: দুর্গাপূজার প্রস্তুতি

সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরায় জেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন পুলিশ সুপার মনিরুল ইসলাম। তিনি জানান, অন্যান্য মাসের তুলনায় গত মাসে সাতক্ষীরায় অপরাধপ্রবণতা হ্রাস পেয়েছে। আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে তিনি আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। পূজামণ্ডপ কেন্দ্রিক নিরাপত্তা জোরদারের পাশাপাশি তিনি মেলাগুলো নিরুৎসাহিত করার কথা জানান।
সভায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, শহরের যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এছাড়া লাইসেন্সবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে অভিযান চালানো হবে। শিক্ষা প্রতিষ্ঠানে মানোন্নয়নের পাশাপাশি সরকারি খাস জমিতে অবৈধ দখলদার উচ্ছেদ কার্যক্রমও জোরদার করা হবে বলে জানান তিনি।
এ সময় দ্বিধাবিভক্ত প্রেসক্লাব ইস্যু সমাধানে আলোচনা শুরু করার প্রতিশ্রুতি দেন জেলা প্রশাসক।
সভায় আরও বক্তব্য রাখেন—স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নাহিদুল ইসলাম খান, জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি আব্দুল আজিজ, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা এবং সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম প্রমুখ।
সভায় জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়াও রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন।
১০৯ বার পড়া হয়েছে