নেপালে অন্তর্বর্তী মন্ত্রিসভায় যুক্ত আরও তিন মন্ত্রী

সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৪৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি মন্ত্রিসভার পরিসর বাড়িয়েছেন।
দায়িত্ব নেওয়ার মাত্র দুই দিনের মাথায় রোববার (১৪ সেপ্টেম্বর) তিনি তিনজন নতুন মন্ত্রী নিয়োগ দেন। কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন অনুযায়ী, এই নিয়ে কার্কির নেতৃত্বাধীন অন্তর্বর্তী মন্ত্রিসভায় মন্ত্রীর সংখ্যা দাঁড়াল ছয় জনে, যা সর্বোচ্চ ১৫ জন পর্যন্ত বিস্তৃত হতে পারে।
নতুন নিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক অর্থসচিব রমেশ্বর খনাল, যিনি এখন দায়িত্ব পালন করবেন অর্থমন্ত্রী হিসেবে। ওম প্রকাশ আর্যাল, একজন খ্যাতনামা আইনজীবী, পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। তিনি আইন, বিচার ও সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বও সামলাবেন। এ ছাড়া কুলমান ঘিসিং, নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের সাবেক নির্বাহী পরিচালক, নিয়োগ পেয়েছেন জ্বালানি ও সেচমন্ত্রীর পদে। পাশাপাশি তিনিই সামলাবেন পরিবহন, অবকাঠামো ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব।
প্রধানমন্ত্রীর এক উপদেষ্টা জানান, জাতীয় সংকট ও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে, অস্থায়ী সরকারে মন্ত্রীর সংখ্যা সীমিত রেখে ধাপে ধাপে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। মূল লক্ষ্য হলো—দুর্নীতিবিরোধী আন্দোলনের পর উদ্ভূত পরিস্থিতি সামাল দেওয়া এবং প্রশাসনিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা।
প্রসঙ্গত, জেন জি আন্দোলনের ডাকে সাম্প্রতিক দুর্নীতিবিরোধী বিক্ষোভে দেশজুড়ে অন্তত ৭০ জন নিহত হন এবং সরকারি-বেসরকারি খাতে বিপুল ক্ষয়ক্ষতি হয়।
সোমবার নতুন মন্ত্রীরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন বলে প্রধানমন্ত্রীর দপ্তর নিশ্চিত করেছে।
১০৯ বার পড়া হয়েছে