কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা বহিষ্কৃত

সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৩৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে নড়াইলের কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সেলিম রেজা ইউসুফের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলদারি, দোকান লুটপাট ও ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে দলের গঠনতন্ত্র অনুযায়ী তাকে প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে প্রতিক্রিয়া জানিয়ে সেলিম রেজা ইউসুফ বলেন, “চিঠিটি ফেসবুকে দেখেছি। আমরা জেলা বিএনপির সভাপতির বিরোধী একটি গ্রুপে আছি। তিনি মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে এবং টাকার প্রভাব খাটিয়ে কেন্দ্রীয় নেতাদের বিভ্রান্ত করেছেন। আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। অচিরেই এর সত্যতা উন্মোচন হবে।”
প্রসঙ্গত, গত ৫ আগস্ট কালিয়া উপজেলার ছোট কালিয়া গ্রামের আকিজ শেখের স্ত্রী রহিমা খানম বাদী হয়ে কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফসহ সাতজনের বিরুদ্ধে কালিয়া থানায় চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করেন।
১১১ বার পড়া হয়েছে