তিস্তা নদীতে পানি বৃদ্ধি: প্লাবনের শঙ্কায় রংপুর বিভাগের চার জেলা

সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ২:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা কয়েক দিনের ভারী বৃষ্টির কারণে আবারও তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানিপর্যায়ের উচ্চতা রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ৯ সেন্টিমিটার, যা বিপৎসীমার মাত্র ছয় সেন্টিমিটার নিচে অবস্থান করছে।
পানির এই আকস্মিক বৃদ্ধিতে তিস্তা তীরবর্তী এলাকাগুলোর মানুষের মধ্যে নতুন করে বন্যা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নীলফামারীর ডিমলা ও লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বেশ কিছু নিচু এলাকায় ইতোমধ্যে নদীর পানি প্রবেশ করতে শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
পানির চাপ সামাল দিতে তিস্তা ব্যারাজের ৪৪টি স্লুইসগেট (জলকপাট) সম্পূর্ণ খুলে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী। তিনি বলেন, "সকাল থেকেই পানির পরিমাণ বাড়ছে। এভাবে বাড়তে থাকলে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং ব্যারাজের সব গেট খোলা রয়েছে।"
এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (বাপাউবো) জানিয়েছে, আগামী তিন দিনের (১৪-১৭ সেপ্টেম্বর) মধ্যে রংপুর বিভাগের প্রধান নদীগুলোর—বিশেষ করে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আরও বাড়তে পারে। এর মধ্যে তিস্তা ও দুধকুমার বিপৎসীমা অতিক্রম করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
বাপাউবো আরও জানিয়েছে, পানির স্তর বৃদ্ধির ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদী তীরবর্তী চরাঞ্চল ও নিম্নভূমিগুলো প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, ইতোমধ্যে অনেকেই গবাদিপশু ও প্রয়োজনীয় মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।
নদীপাড়ের মানুষদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে।
১০৯ বার পড়া হয়েছে