সর্বশেষ

সারাদেশ

দেশের ১২ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা, নদীর পানি বাড়ছে

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ২:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশের অন্তত ১২ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে সতর্কতা জারি করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

রোববার (১৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী তিনদিনে দেশের কয়েকটি প্রধান নদ-নদীর পানি সতর্কসীমা অতিক্রম করতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর বিভাগের ধরলা, তিস্তা ও দুধকুমার নদীর পানির স্তর বাড়তে পারে। বিশেষ করে তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপৎসীমা ছাড়াতে পারে। এর ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চলগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এছাড়া, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন নদ-নদী— সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, সোমেশ্বরী, যাদুকাটা ও ভোগাই-কংস— এর পানি সতর্কসীমার কাছাকাছি প্রবাহিত হতে পারে। এতে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর জেলার কিছু অংশ সাময়িকভাবে পানিতে নিমজ্জিত হতে পারে।

অন্যদিকে, চট্টগ্রাম বিভাগের মুহুরী, সিলোনিয়া, ফেনী ও হালদা নদীর পানি ‍সতর্কসীমার কাছাকাছি প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে ফেনী ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলগুলোও প্লাবনের ঝুঁকিতে রয়েছে।

এ বিষয়ে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, “আজসহ আগামী দুদিন দেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। এতে নদ-নদীর পানি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার উজান থেকে পানি আসার কারণেও পানি দ্রুত বাড়তে পারে। তবে পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না, পানি আবার নামতে শুরু করবে।”

তিনি আরও জানান, পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন