সর্বশেষ

জাতীয়

ঢাকায় প্রথমবারের মতো মিশরীয় কপটিক চার্চের কেন্দ্র উদ্বোধন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ১:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশে মিশরীয় কপটিক খ্রিষ্টান সম্প্রদায়ের জন্য স্থাপিত নতুন সদর দপ্তর এবং উপাসনালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। রাজধানী ঢাকায় অবস্থিত এই চার্চের উদ্বোধন করেন মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি।

রোববার (১৪ সেপ্টেম্বর) ঢাকাস্থ মিশর দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে।

উদ্বোধনী আয়োজনে রাষ্ট্রদূত ওমর ফাহমি বলেন, “এই চার্চ শুধু মিশরীয় কপটিক সম্প্রদায়ের ধর্মীয় চর্চার স্থানই নয়, বরং এটি বাংলাদেশ ও মিশরের মধ্যে আধ্যাত্মিক ও সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করবে।”

দূতাবাসের বিবৃতিতে জানানো হয়, নতুন এই চার্চটি বাংলাদেশে অবস্থানরত মিশরীয় নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র হয়ে উঠবে। একইসঙ্গে এটি দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবেও কাজ করবে।

অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত কপটিক খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্যরাও উপস্থিত ছিলেন। তারা জানান, নতুন চার্চের মাধ্যমে ধর্মীয় আচার পালন আরও নিয়মিতভাবে এবং নিরাপদ পরিবেশে সম্পন্ন করা সম্ভব হবে। এতে করে সম্প্রদায়িক সংহতিও আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তারা।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন