ভারতের অনুরোধে সীমিত পরিমাণে ইলিশ রপ্তানি হবে: মৎস্য উপদেষ্টা

রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ১২:৩৪ অপরাহ্ন
শেয়ার করুন:
বারবার অনুরোধের পর প্রতিবেশী দেশ ভারতের জন্য এবার ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক উপদেষ্টা ফরিদা আখতার।
তবে তিনি স্পষ্ট করে বলেছেন, "দেশের মানুষ আগে ইলিশ খাবে, তারপর রপ্তানার কথা ভাবা হবে।"
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার বুড়ির বাঁধ সংলগ্ন জলাশয়ে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত মৎস্যজীবী ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ফরিদা আখতার বলেন, "এর আগেও আমি একই কথা বলেছি। এবারও প্রতিবেশী রাষ্ট্রের অনুরোধে সীমিত পরিমাণে ইলিশ দেওয়া হচ্ছে। চাহিদার তুলনায় কম দেওয়া হচ্ছে এবং রপ্তানিমূল্যও বাড়ানো হয়েছে।"
তিনি আরও বলেন, "বাংলাদেশের জনগণের চাহিদা মেটানোর বিষয়টি আমাদের অগ্রাধিকার। দেশের মানুষ ইলিশ পাচ্ছে কি না, সেটা নিশ্চিত করেই আমরা অন্য সিদ্ধান্তে যাচ্ছি।"
এ সময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আবদুর রউফ, ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
১১৩ বার পড়া হয়েছে