সর্বশেষ

আন্তর্জাতিক

প্রথম দিনেই শক্ত বার্তা: জেন-জি সহিংসতার বিচার হবে সুশীলা কার্কি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
নেপালের নতুন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি দেশব্যাপী আলোচিত ‘জেন-জি’ বিক্ষোভে সহিংসতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন।

তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ভাঙচুর একটি "অপরাধমূলক কাজ" এবং এর দায়ীদের আইনের আওতায় আনা হবে।

শুক্রবার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়া সুশীলা কার্কি রবিবার (১৪ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর রাজধানী কাঠমান্ডুর সিংহ দরবারে দেয়া এক ভাষণে তিনি এসব মন্তব্য করেন।

কার্কি বলেন, “অপরাধমূলক কর্মকাণ্ড তদন্ত করে সত্য বের করতে হবে। দোষীদের বিচারের মুখোমুখি করা হবে।” একইসঙ্গে তিনি বিক্ষোভে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ ও সহায়তার ঘোষণাও দেন।

তিনি আরও বলেন, “মাত্র ২৭ ঘণ্টার বিক্ষোভে এত বড় রূপ, আমি এর আগে দেখিনি। এর পেছনে পরিকল্পিত ষড়যন্ত্র থাকতে পারে বলে সন্দেহ তৈরি হয়েছে। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হয়েছে — সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, সরকারি ও বেসরকারি সম্পত্তি কিছুই বাদ যায়নি। এসব ঘটনার তদন্ত করা হবে।”

সুশীলা কার্কি দেশকে স্থিতিশীল পথে পরিচালনার জন্য জাতীয় ঐক্যের আহ্বান জানান। তিনি জানান, তার সরকারের রোডম্যাপ অনুযায়ী নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

দেশের অর্থনীতি চাঙা করতে সকলকে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। 

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন