তলুইগাছা সীমান্তে ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ৮:১৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১০ বাংলাদেশি নাগরিককে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্টে বিজিবি ও বিএসএফ-এর মধ্যে এক পতাকা বৈঠকের মাধ্যমে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। পরে রাতে তাদেরকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়।
এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে ভারতের হাকিমপুর চেকপোস্ট এলাকায় প্রবেশের সময় বিএসএফ তাদের আটক করে।
হস্তান্তরকৃতদের মধ্যে রয়েছেন ৪ জন পুরুষ, ৩ জন নারী ও ৩ জন শিশু। তারা হলেন:
কদবানু বেগম (৪৬) – রাঙামাটি জেলার লংগদু থানার রসুলপুর গ্রামের সোলায়মান গাজীর মেয়ে
ইসরাফিল হুসাইন (১৬) – একই এলাকার ইসমাইল গাজীর ছেলে
মোঃ মাহফুজ গাজী (২৯) – সাতক্ষীরার শ্যামনগর থানার গোপালপুর গ্রামের হোচেন গাজীর ছেলে
রিতা বৈদ্য (২৭) – বাগেরহাটের চিতলমারী থানার শৈলদাহ গ্রামের ভীষণ নাথ বৈদ্যের ছেলে
রাজ বিশ্বাস (১২) – একই এলাকার তরুণ বিশ্বাসের ছেলে
আলী আশিক স্বাধীন (২৫) – গাজীপুর জেলার টঙ্গী থানার দত্তপাড়া গ্রামের আলী আকবরের ছেলে
সোলান কান্তি দেব (৪৫) – চট্টগ্রামের আনোয়ারা থানার বটতলা গ্রামের অমূল্য রঞ্জন দেবের ছেলে
লক্ষী দেব (৮) – সোলান কান্তি দেবের ছেলে
হারী প্রেম (৬) – সোলান কান্তি দেবের কন্যা
বেবী রানী পাল (৩৪) – চট্টগ্রামের চন্দনাইশ থানার গাছবাড়িয়া গ্রামের বিনোদ বিহারী পালের মেয়ে
আটককৃতদের মধ্যে মাহফুজ গাজী ও কদবানু বেগম জানান, তারা কাজের সন্ধানে পাসপোর্ট ছাড়াই ভারতে গিয়েছিলেন এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের কাজ করে জীবিকা নির্বাহ করছিলেন। তবে সম্প্রতি পরিস্থিতি প্রতিকূল হয়ে ওঠায় দেশে ফেরার সিদ্ধান্ত নেন। এরপর গত ১১ সেপ্টেম্বর রাতে তারা ভারতের হাকিমপুর বিএসএফ ক্যাম্পে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, বিজিবির বরাত অনুযায়ী, বৃহস্পতিবার রাতে ভারতের হাকিমপুর চেকপোস্টে বিএসএফ তাদের আটক করে। এরপর শুক্রবার সন্ধ্যায় বিএসএফ-এর আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং বিজিবি-৩৩ ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবুল কাশেমের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পরই ১০ বাংলাদেশিকে বিজিবির হাতে তুলে দেওয়া হয়।
তিনি আরও জানান, নাম-পরিচয় যাচাই-বাছাই শেষে শনিবার (১৪ সেপ্টেম্বর) তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
১১৫ বার পড়া হয়েছে