ফরিদা পারভীনের মৃত্যুতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের শোক প্রকাশ

রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ৪:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশবরেণ্য লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে এক শোকবার্তায় তিনি এ শোক জানান।
প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী সচিব ফয়েজ আহম্মদ গণমাধ্যমকে জানান, শোকবার্তায় ড. ইউনূস বলেন, “ফরিদা পারভীন নজরুলগীতি ও দেশাত্মবোধক গানে দক্ষতা দেখালেও তিনি লালনসংগীতে যে অনন্য উচ্চতা অর্জন করেছেন, তা তাঁকে ‘লালনকন্যা’ হিসেবে আলাদা পরিচিতি দিয়েছে। পাঁচ দশকেরও বেশি সময় ধরে তার কণ্ঠে লালনের গান বাঙালির হৃদয় স্পর্শ করেছে।”
শোকবার্তায় আরও বলা হয়, লালনসাঁইয়ের দর্শন ও মানবতাবাদের গভীরতা ফরিদা পারভীনের গানের মাধ্যমে নতুন মাত্রা পেয়েছে। প্রতিকূল পরিবেশেও তিনি সংগীতচর্চা থেকে সরে যাননি — এই অটল অনুরাগ প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা হয়ে থাকবে।
একুশে পদকপ্রাপ্ত এই গুণী শিল্পীর অবদান দেশের সাংস্কৃতিক পরিমণ্ডলে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “তার সৃষ্টি আমাদের সাংস্কৃতিক জগতে নতুন চিন্তা ও সৃষ্টিশীলতার পথ খুলে দিয়েছে।”
প্রধান উপদেষ্টা ফরিদা পারভীনের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, শনিবার রাত ১০টা ১৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফরিদা পারভীন। তার বয়স হয়েছিল ৭১ বছর।
১১২ বার পড়া হয়েছে