সর্বশেষ

সাহিত্য

রবের রিজিক

মোঃ জাকির হোসেন সরকার
মোঃ জাকির হোসেন সরকার

শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ১২:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
দয়াময় রব নিজ গুণে তুমি রহিম রহমান
উজাড় করিয়া দিয়াছো মোদের রিজিক অফুরান।

জীবন ধারনে প্রাণবায়ু চাই, দিয়েছো আকাশ জুড়ে
বিনা খরচায় প্রাণীকুল পায় জনম জনম ধরে।

কারো ক্ষমতা নেই গো সেথায় বাধা দেয় এতটুকু
সম অধিকার সেখানে সবার বাদ নাই খোকা খুকু।
পানি ছাড়া প্রাণী বাঁচে কিছুদিন, স্বচ্ছ জলের ধারা
একদেশ থেকে আরেক দেশে বহিছে পাগলপারা।

মাঝে মাঝে কেউ বাঁধ সাধে সেথা দাবি করে অধিকার
তোমার বিচারে ত্রুটি নেই, এটা মানুষের কারবার।
জীবনযাপনে অতি প্রয়োজন পণ‍্য ক্রমিক ধারায়
সহজলভ্য করেছো মালিক এই ধরণীর ধূলায়।

সহজ সরল জীবনযাপনে খরচা বেশি না হয়
জটিল কুটিল জীবন ধারায় বাড়ে নৈতিক ক্ষয়।
মাটির মানুষে এত স্নেহ প্রভু, করুণার জলে ভাসি
এই পৃথিবীর সৃষ্টি রহস‍্য রং রুপ ভালোবাসি।

কোর্টপাড়া, কুষ্টিয়া

২২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন