বিশ্বের প্রথম এআই মন্ত্রী নিয়োগ দিল আলবেনিয়া

শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ১২:৪২ অপরাহ্ন
শেয়ার করুন:
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহারে নজির স্থাপন করল আলবেনিয়া। বিশ্বের প্রথম দেশ হিসেবে দেশটির সরকার নিয়োগ দিয়েছে একটি সম্পূর্ণ ভার্চ্যুয়াল এআই-চালিত মন্ত্রী— যার নাম ‘ডিয়েলা’।
গত বৃহস্পতিবার আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা আনুষ্ঠানিকভাবে ‘ডিয়েলা’-কে মন্ত্রিসভায় যুক্ত করেন। রাজধানী তিরানায় সোশ্যালিস্ট পার্টির একটি আয়োজনে এই ঘোষণা দেওয়া হয়। সরকারের দাবি, ডিয়েলা মূলত সরকারি কেনাকাটা তদারক, ব্যয়ে স্বচ্ছতা আনা এবং দুর্নীতি প্রতিরোধে ভূমিকা রাখবে।
ডিয়েলা একটি চ্যাটবট, যার পুরো কাঠামো তৈরি হয়েছে কোড ও পিক্সেলে। এটি ভয়েস কমান্ডের মাধ্যমে কাজ করতে পারে এবং নাগরিকদের ডিজিটাল সরকারি সেবা প্রদানে ইতোমধ্যেই কাজ শুরু করেছে। সরকারি-বেসরকারি চুক্তি পর্যবেক্ষণ ও অনুমোদনের কাজেও তার অংশগ্রহণ থাকবে।
প্রধানমন্ত্রী রামা চলতি বছরের শুরুতে ইঙ্গিত দিয়েছিলেন, ভবিষ্যতে আলবেনিয়ার নেতৃত্বে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেই ঘোষণা বাস্তবে রূপ নিল ডিয়েলার মাধ্যমে। এটি শুধু দেশের প্রশাসনিক ব্যবস্থায় এক নতুন অধ্যায়ই নয়, বরং বিশ্বপর্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে এক যুগান্তকারী পদক্ষেপও।
তবে ডিয়েলার নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি সরকার। এই এআই মন্ত্রীর কার্যক্রম নজরদারির আওতায় কীভাবে আনা হবে, তা নিয়ে আন্তর্জাতিক মহলেও কৌতূহল তৈরি হয়েছে।
বাংলাদেশেও এআই নিয়ে উৎসাহ বাড়ছে। সম্প্রতি দেশের প্রথম কৃত্রিম সংবাদ উপস্থাপিকা ‘অপরাজিতা’র আত্মপ্রকাশ তা আরও স্পষ্ট করেছে।
১০৪ বার পড়া হয়েছে