এখন মাহফুজ, পরবর্তী ধাপে আমরা প্রত্যেকেই টার্গেট : নাহিদ

শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৫৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গণঅভ্যুত্থানের কেন্দ্রীয় নেতা ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, "সরকার ও উপদেষ্টারা মাহফুজদের যথেচ্ছভাবে ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে।"
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৫৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, সম্প্রতি লন্ডনে মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা হয়েছে। এর আগেও আমেরিকায় তাকে হামলার ও অপদস্ত করার চেষ্টা করা হয়েছে। তিনি দাবি করেন, বারবার মাহফুজকে টার্গেট করায় স্পষ্ট হয়েছে—মাহফুজ আলমই মূল লক্ষ্য। "পরবর্তী ধাপে আমরা প্রত্যেকেই টার্গেট হবো," বলেন তিনি।
তিনি আরও বলেন, “গোপালগঞ্জে ফ্যাসিস্টদের নৃশংসতা আমরা দেখে এসেছি। মাহফুজ আলমের ওপর হামলার যে মৌন সম্মতি এখন তৈরি হচ্ছে, তার ফল কেউই এড়াতে পারবে না।”
নাহিদ ইসলাম বলেন, মাহফুজ আলম অন্তর্বর্তী সরকারের একজন দায়িত্বশীল উপদেষ্টা হিসেবে গণঅভ্যুত্থানের পরে অংশগ্রহণমূলক রাজনীতির পক্ষে অবস্থান নিয়েছেন। তবে বাংলাদেশ সেই পথে হাঁটেনি বলে মন্তব্য করেন তিনি।
তার ভাষায়, “ফ্যাসিবাদ বিরোধিতার নামে এখন প্রতিক্রিয়াশীল ও প্রতিশোধপরায়ণ রাজনীতি শুরু হয়েছে, যা শেষ পর্যন্ত আবারও ফ্যাসিবাদকে ডেকে আনবে।”
মাহফুজ আলমের ওপর হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “কোনোবারই সরকার শক্ত কোনো বার্তা দেয়নি, কোনো উপদেষ্টা বা প্রেস সচিব মুখ খুলেননি। বরং সরকারের ভেতরেই যেন এক ধরনের মৌন সম্মতি তৈরি হয়েছে মাহফুজ আলমকে অপদস্থ ও হত্যার।”
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আমরা এগুলো মনে রাখছি। এর রাজনৈতিক জবাব দেওয়া হবে।”
১১৮ বার পড়া হয়েছে