জাতীয়
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পাশে পুলিশ বক্সের সামনে পড়ে থাকা অবস্থায় এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধের (৭৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঢামেক পুলিশ বক্সের পাশ থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৪৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পাশে পুলিশ বক্সের সামনে পড়ে থাকা অবস্থায় এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধের (৭৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। পরে মরদেহটি ঢামেকের মর্গে পাঠানো হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন,
“খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা জরুরি বিভাগের পাশে পুলিশ বক্সের সামনে পড়ে থাকা অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি অসুস্থতাজনিত কারণে মারা গেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
তিনি আরও জানান, এ বিষয়ে শাহবাগ থানাকে অবহিত করা হয়েছে। মরদেহের পরিচয় শনাক্ত করতে সিআইডি ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। এছাড়া প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
১০৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর