মাইলস্টোনে দগ্ধ আরো ১ শিক্ষার্থী পেয়েছে ছাড়পত্র

শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ১০:১৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গত জুলাইয়ে ঘটে যাওয়া যুদ্ধবিমান বিধ্বস্ত দুর্ঘটনায় দগ্ধ হওয়া শিক্ষার্থী মো. রাইয়ানকে (১৪) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
শনিবার দুপুরে তার শারীরিক অবস্থা উন্নতির পর তাকে হাসপাতাল থেকে মুক্তি দেওয়া হয়।
অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর শরীরের প্রায় ২২ শতাংশ দগ্ধ হয়েছিল। গাজীপুরের টঙ্গী এলাকার মোহাম্মদ মোশারফ হোসেনের ছেলে রাইয়ান দীর্ঘ চিকিৎসার পর সঠিক উন্নতি লাভ করেছেন বলে জানান ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন।
ডা. নাসির উদ্দিন আরও জানান, জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখনো ১১ জন শিক্ষার্থী চিকিৎসাধীন রয়েছেন। তাদের সবার শারীরিক অবস্থা ভালো হচ্ছে এবং শিগগিরই তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন। যারা ইতোমধ্যে ছাড়পত্র পেয়েছেন বা পাচ্ছেন, তাদের ভবিষ্যতে প্রয়োজন হলে পুনরায় চিকিৎসা ও অপারেশনের সুবিধা প্রদান করা হবে।
উল্লেখ্য, গত ২১ জুলাই উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় ৩৭ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন।
১০৬ বার পড়া হয়েছে