সর্বশেষ

খেলা

শ্রীলঙ্কার বিপক্ষে নামছে বাংলাদেশ, আজ শুরু 'আসল' মিশন

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ৯:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে শুরুটা ভালোই করেছে বাংলাদেশ। তবে ক্রিকেট বিশ্লেষকদের চোখে সেটিকে তেমন কোনো বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে না। কারণ, আজকের ম্যাচেই শুরু হতে যাচ্ছে টাইগারদের "আসল" এশিয়া কাপ অভিযান, যেখানে প্রতিপক্ষ শক্তিশালী শ্রীলঙ্কা।

আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এই ম্যাচ দিয়েই এবারের এশিয়া কাপ যাত্রা শুরু করবে লঙ্কানরা।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় পেলেও, শক্তিমত্তার দিক থেকে প্রতিপক্ষ ছিল অনেক পিছিয়ে। র‍্যাংকিং ও অভিজ্ঞতার বিচারে হংকং এখনো পিছিয়ে পড়া একটি দল। তাই এ ম্যাচকে বড় অর্জন হিসেবে না দেখলেও, জয়টি সুপার ফোরে যাওয়ার পথে গুরুত্বপূর্ণ প্রথম ধাপ হিসেবে দেখছেন অনেকে।

এবারের এশিয়া কাপে অংশ নিচ্ছে ৮টি দল—তবে পূর্ণ সদস্য ও র‍্যাংকিং বিবেচনায় ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান-ই মূল প্রতিযোগী হিসেবে বিবেচিত। এই পাঁচ দলই আইসিসির পূর্ণ সদস্য এবং শীর্ষ দশে অবস্থান করছে। অন্যদিকে হংকং, আরব আমিরাত ও ওমান এখনো তুলনামূলক দুর্বল দল হিসেবে বিবেচিত।

আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর একটি। যদি টাইগাররা লঙ্কানদের হারাতে পারে, তবে গ্রুপ পর্ব থেকেই ৪ পয়েন্ট নিশ্চিত হবে লিটন দাসের দলের। এতে সুপার ফোরে জায়গা করে নেওয়ার সম্ভাবনা অনেকটাই সহজ হয়ে যাবে।

এই জয় নিশ্চিত করলে হংকং ২ ম্যাচ হেরে গ্রুপ থেকে ছিটকে যাবে। আর তখন আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটি হয়ে উঠবে শুধু গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণের লড়াই।

তবে যদি বাংলাদেশ আজ হারে, তখন সুপার ফোরে ওঠার জন্য নানা হিসাব-নিকাশ করতে হবে। সেক্ষেত্রে আফগানিস্তানের বিপক্ষে জয় বাধ্যতামূলক হয়ে পড়বে। একই সঙ্গে রান রেটের মতো অতিরিক্ত বিষয়গুলোও হয়ে উঠবে গুরুত্বপূর্ণ।


বাংলাদেশ একাদশের সম্ভাব্য তারকা:

 

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান। 

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন