জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আগামীকাল বন্ধ থাকবে

শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ৮:১৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আগামীকাল রোববার (১৪ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের টানা কার্যক্রম শেষে শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট কর্মীদের শারীরিক ও মানসিক অবসাদ বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ.বি.এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় জাকসু ও হল সংসদ নির্বাচন। এরপর থেকে ভোট গণনা চলছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আশা করা হচ্ছে, আজ (শনিবার) বিকেল বা সন্ধ্যার মধ্যেই ফলাফল প্রকাশ সম্ভব হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ১০ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ভোটগ্রহণ, প্রস্তুতি ও গণনার কাজে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা ব্যাপকভাবে সম্পৃক্ত ছিলেন। দিন-রাত পরিশ্রম করে এই নির্বাচন কার্যক্রম পরিচালনা করেছেন তাঁরা। ফলে নির্বাচনের পরে সবাই শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত। এই পরিস্থিতিতে আগামীকাল বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
তবে ব্যতিক্রম হিসেবে জানানো হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম চলমান থাকায়, ভর্তি সংশ্লিষ্ট দপ্তরগুলো খোলা থাকবে।
এ ছাড়া আগামী সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে ক্লাস ও অফিস কার্যক্রম যথারীতি চালু থাকবে। তবে যেসব চূড়ান্ত পরীক্ষা পূর্বনির্ধারিত ছিল, সেগুলো স্থগিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
১১২ বার পড়া হয়েছে