কুয়েতে বাংলাদেশিসহ সাত জনের মৃত্যুদণ্ড কার্যকর

শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ৮:০৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুয়েতে হত্যা ও মাদক পাচারের মামলায় দণ্ডিত বাংলাদেশিসহ সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। একইসঙ্গে আত্মীয়দের ক্ষমার আবেদন ও পারিবারিক প্যারডনের ভিত্তিতে একজন দণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) কুয়েতের কেন্দ্রীয় কারাগারে এসব মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে দেশটির ইংরেজি দৈনিক আরব টাইমস।
প্রতিবেদনে বলা হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে তিনজন কুয়েতি, দুইজন এশীয় এবং আরও দুইজন বিদেশি নাগরিক রয়েছেন। খুনের দায়ে পাঁচজন এবং মাদক পাচারের অপরাধে দুইজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
একটি মামলায় আত্মীয়স্বজনরা ব্লাড মানি হিসেবে প্রায় ২০ লাখ কুয়েতি দিনার সংগ্রহের চেষ্টা করছিলেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সেই অর্থ জোগাড় করতে না পারায় সাজা কার্যকর করা হয়। যদিও কুয়েতি কর্তৃপক্ষ দণ্ডপ্রাপ্তদের ব্যক্তিগত পরিচয় প্রকাশ না করলেও, তাদের জাতীয়তা নিশ্চিত করেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের মধ্যে কুয়েতি, ইরানি ও বাংলাদেশি নাগরিক রয়েছেন। তবে যিনি পারিবারিক ক্ষমা পেয়েছেন, তার পরিচয় প্রকাশ করা হয়নি।
আইনি প্রক্রিয়ার সবধরনের রিভিউ ও আপিল শেষ হওয়ার পরই দণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে কুয়েতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
১১৩ বার পড়া হয়েছে