সর্বশেষ

আন্তর্জাতিক

ইসরাইলে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা, তেল আবিবে সাইরেন

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ৫:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। শনিবার ভোরে ইয়েমেন থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র ইসরাইলের রাজধানী তেল আবিবসহ বিভিন্ন অঞ্চলে আতঙ্ক সৃষ্টি করে।

হামলার পরপরই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে ইসরাইলি বাহিনী এবং রাজধানীজুড়ে বিমান হামলার সতর্কতা সাইরেন বাজানো হয়।

ইসরাইলি সেনাবাহিনীর দাবি, তারা সফলভাবে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তবে বিস্ফোরণের শব্দে তেল আবিব ও কালকিলিয়ার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (IDF) এক বিবৃতিতে জানানো হয়, হামলার পর হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশে তৎক্ষণাৎ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় এবং সাইরেন বাজানো হয়। বিস্ফোরণের শব্দ মূলত প্রতিরক্ষা ব্যবস্থার কারণে হয়েছে বলে দাবি করা হয়।

এদিকে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে, এই হামলা ছিল ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ এবং গাজায় ইসরাইলি হামলার প্রতিশোধ। বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, তাদের ‘প্যালেস্টাইন-২’ নামক একটি সুপারসনিক ক্ষেপণাস্ত্র দখলকৃত নেগেভ অঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে আঘাত হানে।

তিনি আরও জানান, একই সময়ে তাদের ড্রোন ইউনিট দুটি পৃথক হামলা চালায়—একটি রামন বিমানবন্দরে এবং অপরটি নেগেভের একটি সামরিক লক্ষ্যবস্তুর দিকে।

কুদস নিউজ নেটওয়ার্ক, আল-মায়াদিন, প্যালেস্টাইন পোস্ট এবং আল জাজিরাসহ বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় সংবাদমাধ্যম হামলার তথ্য নিশ্চিত করেছে।

ইয়েমেনি বাহিনী জানিয়েছে, এই হামলা ইসরাইলের আগ্রাসনের জবাব এবং তারা ভবিষ্যতেও ফিলিস্তিনিদের পাশে থেকে প্রতিরোধ চালিয়ে যাবে।

২০০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন