সর্বশেষ

খেলা

টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের ইতিহাস, দক্ষিণ আফ্রিকাকে হারাল ১৪৬ রানে

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ৫:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ম্যানচেস্টারে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে রেকর্ড গড়ে বড় জয় পেয়েছে ইংল্যান্ড।

মাত্র ২ উইকেট হারিয়ে ৩০৪ রান করে ইংলিশরা, যা টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। দক্ষিণ আফ্রিকা রান তাড়ায় গুটিয়ে যায় ১৫৮ রানে, ফলে ইংল্যান্ড জয় পায় ১৪৬ রানে।

এই জয়ে সিরিজে ১–১ সমতায় ফিরল ইংল্যান্ড। আগামীকাল নটিংহ্যামে তৃতীয় ও শেষ ম্যাচটি হবে সিরিজ নির্ধারণী।


সল্টের ব্যাটে ঝড়, দ্রুততম সেঞ্চুরির রেকর্ড
ইংল্যান্ডের হয়ে ম্যাচের মূল নায়ক ছিলেন ফিল সল্ট। তিনি মাত্র ৬০ বলে ১৪১ রান করে অপরাজিত থাকেন, হাঁকান ১৫ চার ও ৮ ছক্কা। টি–টোয়েন্টিতে ইংল্যান্ডের হয়ে এটি সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর, সঙ্গে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও (৩৯ বলে), ভেঙেছেন লিয়াম লিভিংস্টোনের (৪২ বলে) আগের রেকর্ড।

অন্যদিকে অধিনায়ক জস বাটলার ৩০ বলে ৮০ রান করে খেলেন বিধ্বংসী ইনিংস। শেষ দিকে হ্যারি ব্রুক ২১ বলে অপরাজিত ৪১ রান করেন।

ইংল্যান্ড ইনিংসে এসেছে মোট ৩০টি চার ও ১৮টি ছক্কা, বাউন্ডারি থেকেই তুলেছে ২২৮ রান, যা মোট রানের প্রায় ৭৫%।


প্রোটিয়াদের দুঃস্বপ্নের রাত
বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার অবস্থান ছিল করুণ। কাগিসো রাবাদা (০/৭০), লিজাদ উইলিয়ামস (০/৬২), ও মার্কো ইয়ানসেন (০/৬০) টি–টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে খরুচে বোলারদের তালিকায় জায়গা করে নিয়েছেন। এছাড়া দলটি দেয় ৮টি ওয়াইড ও ৫টি নো-বল।

রান তাড়ায় ভালো শুরু করেও প্রোটিয়ারা ব্যর্থ। ৩.৩ ওভারে ৫০ রান তুললেও নিয়মিত উইকেট হারিয়ে হার মানে। সর্বোচ্চ ৪১ রান করেন অধিনায়ক এইডেন মার্করাম, বিয়ন ফরচুন করেন ৩২। ইংল্যান্ডের হয়ে জফরা আর্চার ২৫ রানে নেন ৩ উইকেট।


সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ৩০৪/২ (২০ ওভার)।
সল্ট ১৪১*, বাটলার ৮৩, ব্রুক ৪১*।
ইয়ানসেন ০/৬০, রাবাদা ০/৭০, উইলিয়ামস ০/৬২।

দক্ষিণ আফ্রিকা: ১৫৮ (১৬.১ ওভার)।
মার্করাম ৪১, ফরচুন ৩২। 
আর্চার ৩/২৫, ডসন ২/৩৪।

ফল: ইংল্যান্ড ১৪৬ রানে জয়ী।
ম্যাচসেরা: ফিল সল্ট (ইংল্যান্ড)।
সিরিজ অবস্থা: ১–১ সমতা।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন