সর্বশেষ

আন্তর্জাতিক

রাশিয়ার কামচাটকায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির আশঙ্কা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ৫:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাশিয়ার সুদূর পূর্ব উপকূলের কামচাটকা উপদ্বীপে ৭.৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, শনিবারের এই ভূমিকম্পের কেন্দ্র ছিল পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে প্রায় ১১১ কিলোমিটার পূর্বে এবং ভূপৃষ্ঠ থেকে ৩৯.৫ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের পরপরই প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র সতর্কবার্তা জারি করে জানায়, রাশিয়ার কিছু উপকূলে এক মিটার পর্যন্ত উচ্চতার 'বিপজ্জনক' ঢেউ আঘাত হানতে পারে। যদিও জাপান, হাওয়াই এবং প্রশান্ত মহাসাগরের অন্যান্য দ্বীপ অঞ্চলে ঢেউয়ের উচ্চতা ৩০ সেন্টিমিটারের কম হতে পারে বলেও জানানো হয়েছে।

এর আগে চলতি বছরের জুলাই মাসেও কামচাটকা অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছিল, যার ফলে চার মিটার উচ্চতার সুনামি সৃষ্টি হয়। সে সময় হাওয়াই ও জাপানে নিরাপত্তার কারণে মানুষকে সরিয়ে নেওয়া হয়।

উল্লেখযোগ্যভাবে, ২০১১ সালে জাপানে ৯.১ মাত্রার ভূমিকম্প এবং পরবর্তী সুনামিতে ১৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। চলতি বছরের জুলাইতেই, জাপান সরকার প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল।

বর্তমান ভূমিকম্পে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। সতর্ক অবস্থানে রয়েছে রাশিয়া ও আশপাশের উপকূলীয় অঞ্চলগুলো।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন