২১টি হলের মধ্যে ১৬টিতে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা সম্পন্ন

শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ৪:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে প্রায় ৪১ ঘণ্টা আগে, তবে এখনও চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে পারেনি নির্বাচন কমিশন। এতে ক্ষোভে ফুঁসছেন শিক্ষার্থী ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের তথ্যমতে, ২১টি আবাসিক হলের মধ্যে ১৬টি হলে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা সম্পন্ন হয়েছে। বাকি হলগুলোতে এখনো চলছে গণনা। তবে ধীরগতির এই গণনাকে কেন্দ্র করে নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
নির্বাচন কমিশনের একজন সদস্য, ফার্মেসি বিভাগের অধ্যাপক ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক মাফরুহী সাত্তার অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগ করেছেন। তিনি বলেন, “নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। নানা অনিয়ম হয়েছে এবং আমাকে পদত্যাগ না করার জন্য বিভিন্নভাবে চাপ দেওয়া হয়েছে। এখন পদত্যাগ না করলে পরে অনিয়মের কথা বললে তা বিশ্বাসযোগ্য হত না।”
অপরদিকে, ইসলামী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের এজিএস প্রার্থী ফেরদৌস আল হাসান পদত্যাগকারী কমিশনারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। তিনি বলেন, “নির্বাচনকে বিতর্কিত করতেই তিনি পদত্যাগ করেছেন। যুদ্ধের ময়দান থেকে তিনি পালিয়েছেন।”
উল্লেখ্য, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় জাকসু ও হল সংসদ নির্বাচন। মোট ভোটার সংখ্যা ছিল ১১ হাজার ৭৪৩ জন, যার মধ্যে প্রায় ৬৭-৬৮ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।
ভোট গণনা শুরু হয়েছিল বৃহস্পতিবার রাত ১০টার কিছু পরেই। তবে শুক্রবার বিকেলে হঠাৎ গণনা বন্ধ হয়ে গেলে পরে আবার ম্যানুয়াল পদ্ধতিতে পুনরায় গণনা শুরু হয়। গণনার গতি বাড়াতে পোলিং অফিসারের সংখ্যা বাড়ানো হয়েছে।
এদিকে, নির্বাচন নিয়ে সংশ্লিষ্টদের মাঝে অস্বস্তি ও উত্তেজনা বাড়ছে। শিক্ষার্থীরা দ্রুত ফলাফল প্রকাশের দাবিতে সোচ্চার হয়েছেন।
১০৯ বার পড়া হয়েছে