সর্বশেষ

রাজনীতি

নির্বাচনের অব্যবস্থাপনা ও বিলম্বে ফলপ্রকাশে ছাত্রশিবিরের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫ ৭:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অব্যবস্থাপনা এবং ফলাফল প্রকাশে বিলম্বের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শুক্রবার রাতে ঢাকা মহানগর পূর্ব শাখার উদ্যোগে আয়োজিত এই মিছিলটি বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ। তিনি অভিযোগ করেন, জাকসু নির্বাচনে অবাধ ও সুষ্ঠু প্রক্রিয়া অনুসরণ না করে প্রশাসন নানা ধরনের টালবাহানা করছে। তিনি বলেন, “আমরা ভেবেছিলাম ডাকসুর মতো জাকসুতেও স্বচ্ছ নির্বাচন হবে, কিন্তু প্রশাসনের ভূমিকা হতাশাজনক।”

তিনি আরও বলেন, “৮ হাজার শিক্ষার্থীর ভোট নিয়ে বাংলাদেশ থেকে লন্ডন পর্যন্ত ষড়যন্ত্র চলছে। বহিরাগতদের দিয়ে ছাত্রদল অস্থিরতা সৃষ্টি করছে। এমনকি এক ছাত্রদল নেতাকে গ্রেফতারও করা হয়েছে।”

লন্ডনের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে এমন রাজনৈতিক প্রভাব ও শিক্ষকদের নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রসঙ্গে তিনি বলেন, “কোনো কোনো শিক্ষক লন্ডনের প্রেসক্রিপশনে নির্বাচন প্রক্রিয়া থেকে সরে গেছেন। আমরা তাদের এই আচরণকে ধিক্কার জানাই।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী, ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম এবং দাওয়াহ সম্পাদক মোজাফফর হোসেন। উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি রিয়াজুল ইসলাম ও মহানগর পূর্ব সেক্রেটারি মুহিব্বুল্লাহ হুসাইনীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

ছাত্রশিবির অনতিবিলম্বে জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা ও গণতান্ত্রিক মতামতের প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন নেতারা।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন