ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড

শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫ ৫:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে সেনা অভ্যুত্থানের ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত করে ২৭ বছর তিন মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের একটি বেঞ্চ এ রায় ঘোষণা করে।
রায়ে বলা হয়, ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রসহ মোট পাঁচটি অভিযোগে দোষী প্রমাণিত হয়েছেন বলসোনারো। নির্বাচনে তিনি বামপন্থি নেতা ও বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজিত হয়েছিলেন।
এ মামলায় সাবেক সামরিক ও রাজনৈতিক নেতাসহ আরও সাতজনকেও দোষী সাব্যস্ত করা হয়েছে। ৭০ বছর বয়সী বলসোনারোর এই সাজা কার্যকর হলে বাকি জীবন তাকে কারাগারেই কাটাতে হতে পারে। বর্তমানে তিনি গৃহবন্দি অবস্থায় রয়েছেন।
সাবেক ডানপন্থি এই নেতা ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।
রায়ের পর প্রতিক্রিয়ায় বলসোনারোর ছেলে ও বর্তমান সিনেটর ফ্ল্যাভিও বলসোনারো সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ লিখেছেন, “বর্তমান সরকার এমন এক বিচার প্রক্রিয়ার সংজ্ঞা তৈরি করছে, যার রায় আগেই নির্ধারিত ছিল।”
এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই রায়ে বিস্ময় প্রকাশ করে বলেন, বলসোনারোকে দোষী সাব্যস্ত করায় তিনি ‘অত্যন্ত অসন্তুষ্ট’।
বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই রায়ের ফলে ব্রাজিল-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও উত্তপ্ত হতে পারে। কারণ প্রেসিডেন্ট লুলার প্রশাসনের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সম্পর্ক বরাবরই শীতল ছিল।
১১৪ বার পড়া হয়েছে