সর্বশেষ

সারাদেশ

মিরসরাইয়ে কাভার্ডভ্যানে ধাক্কা: বাবা-মেয়ের মৃত্যু, আহত ৪

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫ ৫:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে প্রাইভেটকারের ধাক্কায় এক বাবা ও তার তিন বছর বয়সী কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের সদস্যসহ আরও চারজন আহত হয়েছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মোহাম্মদ গোলাম সরোয়ার (৪০) এবং তার মেয়ে মুসকান (৩)। পরিবারটি রাজধানী ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে যাচ্ছিল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকাগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান বাবা ও মেয়ে।

খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। আহতদের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে প্রাইভেটকার ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাবা-মেয়ে নিহত হন। মরদেহ থানার হেফাজতে রাখা হয়েছে।”

তিনি আরও জানান, নিহত গোলাম সরোয়ারের স্ত্রী ও ছেলে সামান্য আহত হয়েছেন এবং বর্তমানে তারা সুস্থ আছেন।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন