সর্বশেষ

রাজনীতি

এখনও ভোট গণনা চলছে, ফল আসতে পারে আজ দুপুরে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫ ৪:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালেও চলছে।

রাতভর গণনার পর সিনেট ভবনে সকাল থেকে পুনরায় গণনার কাজ শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। তবে যারা সারিতে দাঁড়িয়ে ছিলেন, তারা পরে গিয়েও ভোট দিতে পেরেছেন। ভোটগ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের ২১টি হল থেকে ব্যালট বাক্স সংগ্রহ করে সিনেট ভবনে নিয়ে যাওয়া হয় এবং রাত ১০টা ১৫ মিনিটে গণনা শুরু হয়।

নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ.কে.এম. রাশিদুল আলম জানিয়েছেন, শুক্রবার দুপুরের মধ্যেই নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।

তবে নির্বাচন ঘিরে বিতর্ক ও অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) নির্বাচন থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়। একইসঙ্গে ‘সম্প্রীতির ঐক্য’, ‘সংশপ্তক পর্ষদ’, ‘স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ’ এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আংশিক প্যানেলও ভোট বর্জনের ঘোষণা দেয়। তাঁদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও নির্বাচন বর্জন করেছেন।

এদিকে প্রগতিশীল ছাত্র সংগঠনের চারটি প্যানেল পুনরায় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে।

নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয়জুড়ে কড়া নিরাপত্তা ও নজরদারি বজায় রয়েছে।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন