সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় ভেজাল সার ও মাছের খাদ্য উৎপাদনে জরিমানা

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর, ২০২৫ ৯:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতায় বিসিক শিল্পনগরীতে ভেজাল সার ও মাছের খাদ্য উৎপাদনের অভিযোগে মো. সাইফুল ইসলাম নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল উপজেলা কৃষি কর্মকর্তাদের সাথে যৌথভাবে এ অভিযান চালায়।

অভিযানের সময় সাইফুল ইসলামের কারখানা থেকে ২ বস্তা ফিস জেল, ৬০ বস্তা সালফার, ৮৫ কার্টুন টপজিংক, ৬০ কার্টুন ইকোজিংক প্লাস, ২০ কার্টুন ওয়াটার ক্লেয়ারসহ ভেজাল পণ্য উৎপাদনের বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়।

সাতক্ষীরা জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজামুদ্দিন মোল্যা জানান, কারখানার মালিক রকিবুল ইসলাম দীর্ঘদিন ধরে বিসিক শিল্পনগরীতে প্লট বরাদ্দ নিয়ে কোনো বৈধ লাইসেন্স ছাড়াই এসব ভেজাল সার ও মাছের খাদ্য উৎপাদন করে আসছিলেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর বুধবার অভিযান চালানো হয় এবং কারখানা থেকে বিপুল পরিমাণ ভেজাল পণ্য জব্দ করা হয়।

এ ঘটনায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম। তিনি জানান, ‘২০০৬ সালের সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী সাইফুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন বলেন, ‘লাইসেন্স ছাড়া ভেজাল সার ও মাছের খাদ্য উৎপাদন কৃষি, প্রাণিসম্পদ ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এসব পণ্যে ব্যবহৃত উপাদান অনেক ক্ষেত্রেই মানবদেহেও ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।’

তিনি আরও জানান, জব্দকৃত পণ্যগুলো বর্তমানে বিসিক শিল্পনগরীতে সংরক্ষিত রয়েছে এবং পরবর্তীতে যথাযথ প্রক্রিয়ায় তা ধ্বংস করা হবে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন