সর্বশেষ

আন্তর্জাতিক

শান্তি আলোচনার মাঝে দোহায় ইসরাইলি হামলায় প্রাণহানি, অস্থির মধ্যপ্রাচ্য

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর, ২০২৫ ৬:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
৯ সেপ্টেম্বর, মঙ্গলবার দুপুরে কাতারের রাজধানী দোহায় হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দে আঁতকে ওঠে শহরবাসী।

ইসরাইলি যুদ্ধবিমান থেকে হামাসের রাজনৈতিক নেতাদের একটি বৈঠককেন্দ্র লক্ষ্য করে ধারাবাহিক বিমান হামলা চালানো হয়। কয়েক মিনিটের মধ্যেই ইসরাইল গণমাধ্যমে এর দায় স্বীকার করে।

ইসরাইলি ঘোষণায় জানানো হয়, হামলার উদ্দেশ্য ছিল হামাসের শীর্ষ নেতা খলিল আল-হাইয়ার নেতৃত্বাধীন আলোচনাকারী দলকে হত্যা করা। এই আলোচনায় গাজায় যুদ্ধবিরতি ও বন্দিমুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রস্তাব নিয়ে আলোচনা চলছিল। হামলার কেন্দ্রে থাকা বেশ কয়েকজন নিরাপত্তা কর্মী ও নেতার সন্তানসহ অন্তত ছয়জন নিহত হন, তবে হামাস নেতৃত্ব প্রাণে রক্ষা পান।

কাতার সরকার সরাসরি এই হামলার নিন্দা জানিয়ে একে দেশের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে উল্লেখ করে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, মালয়েশিয়া, জাপানসহ বহু দেশ ও সংস্থা এই হামলার বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানায়। কাতারের প্রধানমন্ত্রী বার্তা দেন, “কূটনৈতিক তৎপরতা আক্রান্ত হলেও দোহা শান্তি উদ্যোগ চালিয়ে যাবে।”

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের প্রধান সামরিক ঘাঁটি এবং কূটনৈতিক আলোচনার কেন্দ্র থাকা সত্ত্বেও কাতারে এই হামলা আলাপকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে। ইসরাইল প্রধানমন্ত্রী বলেন, “নিজেদের সুরক্ষা ও প্রতিশোধই ছিল আমাদের লক্ষ্য।” অন্যদিকে, এই ঘটনার পর গাজায় যুদ্ধবিরতির আলোচনা এখন গভীর সংকটে পড়েছে, এবং কোনো দীর্ঘমেয়াদি সমাধান আপাতত অনিশ্চিত হয়ে গেল বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।

ইসরাইলের এই সরাসরি বিমান হামলা শুধু মধ্যপ্রাচ্যে নয়, বিশ্ব রাজনীতিতে বড় ধরনের নীতিগত সংকট, নিরাপত্তাপরিস্থিতি ও শান্তিচুক্তির ভবিষ্যৎকে কঠিন চ্যালেঞ্জের সামনে ঠেলে দিয়েছে।

১৬৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন