সারাদেশ
পাবনার আটঘরিয়া উপজেলার জালালের ঢাল এলাকায় ট্রাকের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির (বয়স আনুমানিক ৪৫) মৃত্যু হয়েছে।
পাবনায় ট্রাকের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

পাবনা প্রতিনিধি
বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাবনার আটঘরিয়া উপজেলার জালালের ঢাল এলাকায় ট্রাকের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির (বয়স আনুমানিক ৪৫) মৃত্যু হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর সাড়ে চারটার দিকে টেবুনিয়া-চাটমোহর সড়কের পাশে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
আটঘরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) চাঁন মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় দ্রুতগতির একটি ট্রাক ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
১০৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর