মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় গণপিটুনি: দুই দিনে তিন যুবক নিহত

বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় দুই দিনের ব্যবধানে পৃথক ছিনতাইয়ের ঘটনায় গণপিটুনিতে তিন যুবক নিহত হয়েছেন।
নিহতরা হলেন সুজন ওরফে বাবুল (১৯), হানিফ (২৬) ও ইয়ামিন (২৩)। এসব ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন, যাদের মধ্যে দুজন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এবং আজ বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে বসিলা এলাকায় ছিনতাইয়ের চেষ্টা চলাকালে দুই যুবক গণপিটুনিতে নিহত হন। তারা হলেন সুজন ও হানিফ।
নিহতদের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (পঙ্গু হাসপাতাল)-এর মর্গে রাখা হয়েছে। আহত অবস্থায় গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি—‘রক্তচোষা জনি গ্রুপ’-এর সদস্য নাটা ফয়সল ও শরীফ—পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে, গত ৮ সেপ্টেম্বর বিকেলে মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন এলাকার ১২ নম্বর সড়কে মোবাইল ছিনতাইয়ের সময় জনরোষের শিকার হন ইয়ামিন (২৩) ও ফাহিম (২৩) নামের দুই যুবক। এদের মধ্যে ইয়ামিন ঘটনাস্থলেই মারা যান এবং ফাহিম গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
ওসি রফিক জানান, এসব ঘটনায় একাধিক মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, “আইনের বাইরে গিয়ে কেউ বিচার করতে পারেন না। কাউকে সন্দেহ হলে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিতে হবে।”
১০৫ বার পড়া হয়েছে